নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী ২ সেনবাগ আসনের নৌকার মনোনীত প্রার্থী মোরশেদ আলম এমপির পথসভায় জনসম্মুখে হেনস্থা করা হয়েছে। এই ঘটনা সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে পড়ে।
সোমবার বিকেলে তার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে সেনবাগ উপজেলার কেশাবপাড় ইউনিয়নের দমদমা নামক স্থানে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের নৌকা প্রতীকের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভা চলাকালীন সময়ে জনসম্মুক্ষে মঞ্চের সামনে থাকা এক ব্যক্তি নৌকার প্রার্থী মোরশেদ আলমকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন বলে তথ্য পাওয়া যায়। এই ঘটনাটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জুতা ছুড়ে মারা ব্যক্তির নাম মোঃ আলাউদ্দিন আলু, সে কেশার ইউনিয়নের কেশার পাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত মফিজুর রহমানের ছেলে। এই ঘটনায় সেনবাগ থানা পুলিশ আলাউদ্দিনকে আটক করেছে, সে বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।
ঘটনা সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব বলেন, আলাউদ্দিন পুলিশ হেপাজতে আছে কেন কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে। তারপরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনও আটকের বিষয়টি স্বীকার করেন।
এমআই