নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর আপ্রায়ণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলে পরে খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া ভূঁইয়ারহাট বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে। বুধবার রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ৪টার দিকে বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন।
এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্ণিচার দোকান, একটি ধানের আড়ৎ ও একটি ব্যাটারী চালিত অটোরিকশার চার্জ দেওয়ার দোকান সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সময় জার্নাল/এলআর