এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-৩ (সদর) আসনের নর্থচ্যানেল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল আজিজ শেখ ও সিদ্দিক শেখ কে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা রয়েছে।
জানা যায়, ঈগল প্রতিকের সমর্থক আজিজ শেখ ও সিদ্দিক শেখ নর্থচ্যানেল বাজারে পৌঁছা মাত্রই ঈগলের নির্বাচন কেন করিস বলেই নৌকার সমর্থক হালিম শেখ তাদের মারপিট করে।
এদিকে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের নির্বাচনী অস্থায়ী দুইটি ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ফরিদপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের শোভারামপুর ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দয়ারামপুর এলাকায় অগ্নিসংযোগ করে ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ও পোষ্টার পুড়িয়ে দেওয়া হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দুইটি স্থানেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআই