নিজস্ব প্রতিবদেক:
আজ বিকাল ৪টায় ডেইলি স্টারে হলরুমে বিলকিছ আলম পাঠাগার ও দুয়ার প্রকাশনীর উদ্যাগে সারাদেশের সুবিধাবঞ্চিত ১৫টি পাঠাগারে ১ লাখ টাকার বই উপহার দেওয়া হয়েছে।
বিলকিছ আলম পাঠাগার বই পড়ানোর পাশাপাশি পাঠক সৃষ্টিতে নানানভাবে ভূমিকা রেখে চলছে। এর মধ্যে এবার দুয়ার প্রকাশনীর সঙ্গে সমম্বয় করে সমাযে যে পাঠাগারের কখনো অনুদান পায়নি, বইয়ের সংকট এমন ১৫টি পাঠাগারের প্রতিনিধির হাতে বই তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সাংবাদিক ও গবেষক কাজল রশীদ শাহীন, পাঠাগার সংগঠক আনসুল হোসেন তারেক, এবং বইয়ের সম্পাদক ফয়সাল আহমেদ, সাংবাদিক ইয়াসির আরাফাত, দুয়ার প্রকাশনীর কর্ণধার হৃদয় হোসেন ও বিলকিছ আলম পাঠাগারের সভাপতি ইমরান মাহফুজ।
যাদের উপহার দেওয়া হয়েছে
রুপান্তর পাঠাগার, উত্তরণ পাঠাগার, মানবিক লাইব্রেরি, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, নিমগ্ন পাঠাগার, গ্লোরিয়াস লাইব্রেরি, হিমু পাঠাগার,গুঞ্জন পাঠাগার, বাইতুল হিকমাহ পাঠাগার, প্রাণে প্রাণ বইকুঞ্জ, আমরা বইপ্রেমী সংগঠন, প্রগতি সমাজ কল্যাণ সোসাইটি পরিচালিত, জাগ্রত আছিম গ্রন্থাগার।
কাজল রশীদ শাহীন বলেন, বই কাউকে দেওয়া যায় না, জ্ঞান দেওয়া যায়। যারা বইকে ধারক করে না তারা পাঠাগার করে লাভ নেই। তাই পাঠাগার করার পূর্বে অবশ্য বই ধারণ করতে হবে। আজকের উদ্যোগ নিশ্চয় সমাজে একটা ইতিবাচক পরিবর্তন প্রভাব রাখবে। আমরা এমন কাজ আরও ছড়িয়ে দিতে সবার আহবান করি।
আসাদুজ্জামান বলেন, একটি সমাজকে এগিয়ে যেতে হলে অবশ্য লাইব্রেরি পাঠাগারকে নিয়ে এগিয়ে নিতে হবে। চারপাশের এতো উন্নয়ন, এর সঙ্গে মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়ন করতে হলে বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাতে হবে। তাই লাইব্রেরি পাঠাগারকে নিয়ে আজকের উদ্যোগ অসামান্য হয়েছে। সাধুবাদ জানাই উদ্যাক্তদের।
এমআই