সময় জার্নাল প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১ জানুয়ারী) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নতুন মহাপরিচালক হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) মীর খায়রুল আলমকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এমআই