মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের যেন সীমা নেই। মিরসরাই জুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় সরগরম। নির্বাচনী এলাকায় প্রার্থী এবং নেতা-কর্মীরা নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
৩য় দিনের মতো সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী রুহেলের সমর্থনে পথসভা করেছেন।
বিকেলে বারইয়ার হাট বাজারে এবং পরে সন্ধ্যায় কাটাছড়ার বামন সুন্দর দারোগার হাট বাজারে মিছিল ও পথসভা করেন। নেতাকর্মীদের সবান্ধব উপস্থিতি পথসভাগুলো গণজোয়ারে রুপ নেয়। এর আগে পরপর দুদিন উপজেলার জোরারগঞ্জ, খইয়াছড়া,মায়ানী বড়ুয়া পাড়া, আবুরহাট বাজার,মিরসরাই পৌরসভায় পথসভা অনুষ্ঠিত হয়।
৫৪ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি পুত্রের হাতে উঠেছে নৌকার বৈঠা। চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।
উপজেলার দুই এলাকায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সাবেদুর রহমান সমু, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক এস কে শামীম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরসদুল হক নিজামী ভুট্টু জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, দেশের শান্তি উন্নয়ন অগ্রযাত্রায় সবার ভোট যেন নৌকায় হয় সে লক্ষ্যে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে পথসভার আয়োজন করা হচ্ছে৷
সময় জার্নাল/এলআর