বুধবার, জানুয়ারী ৩, ২০২৪
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি :
আবারো শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। সন্ধা নামার সাথে সাথে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। এ অবস্থা চলছে পরের দিন দুপুর পর্যন্ত। ঘন কুয়াশায় ঢেকে থাকছে। দিনের বেলায়ও হেড লাইট জ্বলিয়ে চলছে যানবাহন।
বুধবার সকাল ৮টায জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি ও ছিন্নমূল মানুষের। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন নদ-নদীর অববাহিকার প্রায় সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলে বসবাসকারীরা।
কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্রের অববাহিকার যাত্রাপুর চরের বাসিন্দা রহমত আলী জানান, নদীর পাড়ে বাড়ি। গত তিন দিন ধরে কুয়াশার সাথে শিরশির বাতাসে কনকনে ঠান্ডা। ছোট বাচ্চাদের নিয়ে বিপদে আছি।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগছা ইউনিয়নের রফিকুল জানান, গতকাল থেকে খুবই ঠান্ডা। রিকসা চালিয়ে সংসার চালাই কিন্তু বের হওয়া যাচ্ছে না। ভাড়াও পাওয়া যাচ্ছে না।এ অবস্থা চলতে থাকলে পরিবার ও এনজিওর কিস্তি নিয়ে সমস্যায় পড়ে যাবো।
কুড়িগ্রাম সদরের দিনমজুর মজিবর জানায়, অনেক ঠান্ডা পড়ছে। কাজে বের হতে পারছি না। গরম কাপড়[ও নাই। এই ঠান্ডায় ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র জানান, গত ৩ দিন ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী হয়ে পড়েছে। আজ বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।
সময় জার্নাল/এলআর