বুধবার, জানুয়ারী ৩, ২০২৪
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
সাবেক রেলমন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনের ইচ্ছা এবং আখাঙ্খা নৌকা পাশ করবে। নৌকা পাশ করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
সারা বিশ্বের নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। বার বার দেশের জনগণ নৌকায় ভোট দেয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছেন। আপনারা আমাকে বার বার নৌকায় ভোট দিয়েছেন বলে আমি চৌদ্দগ্রাম সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত করেছি।
তিনি আরো বলেন, আ’লীগের মূলধারার বাহিরে গিয়ে ড.কামালসহ অনেক বড় বড় নেতারা জীবনে একবারও এমপি হতে পারেনি। এখানে দুই একজন সুবিধাবাদী লোক আ’লীগ ছেড়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা তাদের প্রত্যাখান করবেন। সাজানো চৌদ্দগ্রামে আমি এমপি হলে প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
নৌকার বাহিরে অন্য কেউ এমপি হলে উন্নয়নের ধারা থেকে চৌদ্দগ্রাম পিছিয়ে পড়বে। তিনি আগামীর স্মাট বাংলাদেশ ও স্মাট চৌদ্দগ্রাম বিনির্মাণে আবারো নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জেলা আ’লীগের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি মোঃ কামাল উদ্দিন সিআইপি, বাংলাদেশ আ’লীগের শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ইসহাক খাঁন, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা ম-লীর সদস্য আবু তাহের, চিওড়া ইউপির চেয়ারম্যান আবু তাহের, চিওড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ একরামুল হক।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তফা ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহেদুল আলম চৌধূরী টিপু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব খোন্দকার, আ’লীগ নেতা আবদুল কুদ্দুস তুহিন ভূঁইয়া, জামাল উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন ভূঁইয়া, জিয়াউর রহমান চৌধুরী শিপন, এস এম তারেক, মিশন রহমান, সিরাজুল ইসলাম মেম্বার, বাপ্পি মেম্বার, জয়নাল আবেদীন, নাঈমুল হক রিপন, গাজী কামরুল ইসলাম, সুমন রেজা, তোফাজ্জল হোসেন তুষার, ফারুক মজুমদার পারভেজ প্রমুখ।
এর আগে ও পরে মুজিবুল হক এমপি উপজেলার কালিকাপুর পুর ইউনিয়নের ছুফুয়া, আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি, বান্দেরজলা, গুনবতী ইউনিয়নের আকদিয়া ও রাজবল্লভপুর গ্রামে পথসভায় অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর