স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ খেলছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করেছে শ্রীলঙ্কা। মাত্র ৬ দশমিক ৪ ওভারেই দলীয় ৫০ রান ছুঁয়ে যায় লঙ্কানরা। অবশেষে ভয়ংকর হতে যাওয়া লঙ্কান শিবিরে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তাসকিন আহমেদ।
দলিয় ৮২ রানে শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। ব্যক্তিগত ৩৯ রানে ফেরান ওপেনার গুনাথিলাকাকে। গুনাথিলাকার পর তিনে নামা পাথুমকেও ফিরিয়ে দিয়েছেন তাসকিন। তার জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২১ ওভারে ২ উইকেটে ১২৩ রান। উইকেটে আছেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিস।
মিরপুর স্টেডিয়ামে টস শুরুর মিনিট বিশেক আগে হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝড়ো বাতাস। ঢেকে রাখা হয় উইকেট ও চারপাশ। ফলে ১৭ মিনিট দেরিতে শুরু হয় টস।
শ্রীলঙ্কাকে আজ হোয়াইটওয়াশ করাই বাংলাদেশের মূল টার্গেট। মাহমুদউল্লাহর মতে, দুই ম্যাচ জিতলেও সিরিজে এখনো ব্যাটিংয়ে নিজেদের সেরাটা খেলতে পারেনি স্বাগতিকরা। শেষ ম্যাচে ব্যাটিংয়ের সেরা রূপ প্রদর্শনের আশায় আছেন তিনি।
সময় জার্নাল/এমআই