নিজস্ব প্রতিবেদক:
সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলম। একই সঙ্গে তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত অনাপত্তিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়। বৃহস্পতিবার ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ কর্মকর্তা হামিদুলের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে হামিদুল আলমকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশে বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। সে অনুযায়ী হামিদুল আলম বৃহস্পতিবার নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে হাজির হয়ে লিখিত ব্যাখা দেন। এতে স্ত্রীর পক্ষে ভোটের প্রচারণায় অংশ নেওয়ার সত্যতা পাওয়া যায়।
এমআই