এম.পলাশ শরীফ:
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় শুক্রবার নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার বাদি হয়ে মন্টু তালুকদারকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৬, তারিখ-৫.১.২০২৪।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুয়াতলা গ্রামে এ হামলা মারপিটের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টার দিকে গুরুত্বর জখমী শাহিনুর বেগমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের গুরুত্বর জখমীরা হলেন, জাকির হোসেন তালুকদার (৫০), তার ছেলে রবিউল ইসলাম তালুকদার (২৫), মন্টু তালুকদার (৪৮), পল্টু তালুকদার (৩৫), নান্টু তালুকদার (২৭) সহ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, ঘটনার দিন বিকেল ৫টার দিকে গুয়াতলা গ্রামের তার বাড়িতে প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সাথে সিমানা বিরোধের জের ধরে এ মন্টু তালুকদারসহ ৮/৯ জনের একটি বাহিনী হামলা চালায়। এ সময় তার স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দীন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এমআই