নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
রাজশাহী কলেজ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে। শুরু হয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বরণ। সেই ধারাবাহিকতায় সোমবার (২৫ আগস্ট) দুপুর ১ টায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিল রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোসাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলি সহ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দরা।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল,ফাইল,শুভেচ্ছা বার্তা ইত্যাদি দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও প্রবীণ শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, তোমরা জেন-জি এর সদস্য যারা, সত্যিই বর্তমানে আমাদেরকে অবাক করছো। আমরা সবসময় তোমাদের ভালোর জন্য কাজ করে যাচ্ছি। তোমরা গবেষণা করবে, নতুন কিছু আবিষ্কার করবে এটা আমরাও চাই। তবে বর্তমানে আমাদের লোকবল সংকট আছে একজন্য হয়ত গবেষণা বন্ধ আছে। তবে দ্রুতই এটা চালু করার ব্যাবস্থা করতে পারব এই আশাবাদ ব্যাক্ত করছি। তিনি রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের এই বিভাগকে আপন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
নবীন শিক্ষার্থীদের নিজ নিজ স্বপ্নের দিকে এগিয়ে যওয়ার দিক নির্দেশনা দিয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ইব্রাহিম আলী বলেন, যারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওনি তারা হতাশা ভুলে রাজশাহী কলেজ কে আপন করে নাও এবং নিজ নিজ স্বপ্নকে বাস্তবে রূপদান করতে কঠোর পরিশ্রম করতে থাকো। যে স্বপ্নগুলো পূরণ হয়নি তার থেকেও ভালোকিছু হবে। এছাড়াও তিনি রাজশাহী কলেজের নিয়ম- কানুন সম্পর্কে ও অবগত করেন এবং হতাশা ভুলে নতুন উদ্যমে পড়াশোনা করার পরামর্শ দেন।
ইতিপূর্বে ক্লাস শুরু হলেও আজ নবীণবরনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আগামিকাল থেকেই নিয়মিত ক্লাস হবে বলে জানানো হয়।