খালেদ হোসেন টাপু, রামু:
রামুতে কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে ধাক্কায় পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার ৭ জানুয়ারি বেলা ১২টা ৪৫ মিটিনে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে (রেল লাইনের উত্তর মিঠাছড়ি অংশে) কক্সবাজার থেকে ঢাকা মুখি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলি আহমদ নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
নিহত আলী আহমদ (৮২) রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়ার মৃত আজম ঊল্লাহর পুত্র ।
নিহতের পুত্র জুলফিকার আলী ভূট্টো জানান, বেলা ১২টা ৪৫ মিনিটে উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে রেললাইন পার হয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজার থেকে ঢাকা মুখি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় তিনি নিহত হন।
এদিকে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এমআই