সময় জার্নাল ডেস্ক:
শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার মন্ত্রী সভা গঠনের পালা। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে নতুন মন্ত্রীসভায় যাদের দেখতে চান গরিব বান্ধব অর্থনীতিবিদ ও এনবিইআর চেয়ারম্যান অধ্যাপক পারভেজ।
এ বিষয়ে অধ্যাপক পারভেজ বলেন, আমি রাজনীতি বুঝি না, আমি গরিবের কান্না বুঝি, আমি গরিবের অর্থনীতি নিয়ে কাজ করি। দেশ আজ রাজনৈতিকভাবে বিভাজিত।বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত অনেক দেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে আমাদের ক্ষুধার্ত মুখগুলোর জন্য আহার জোগাড় করতে হবে একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে। আমি দোয়া করি যেন নতুন মন্ত্রী সভায় এদের দেখতে পাই। যেন তারা গরিবের খেদমত করার সুযোগ পায়।
1. অগ্রজ প্রতিম ভাই কর্ণেল ফারুক খান
2. অনুজ প্রতিম ভাই হাসান মাহমুদ
3. প্রিয় মামা জাবেদ
4. বোন ডা: দীপু মনি
5. অগ্রজ প্রতিম ভাই ফজলে করিম
6. বন্ধুবর আলাউদ্দীন নাসিম
7. অগ্রজ প্রতিম ভাই শেখ সেলিম
8. প্রিয় ভাতিজা নওফেল
9. বোন ওয়াসিকা আয়শা খান
10. অগ্রজ প্রতিম ভাই আব্দুল মান্মান
11. ভাই সম রেজাউল করিম
12. মো: এ আরাফাত
13. বন্ধুবর মির্জা আযম