মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

'উম্মাহ ট্রাভেলসে'র স্পেশাল প্যাকেজে মক্কা-মদিনায় জুমার নামাজ আদায়সহ ওমরাহর সুযোগ

বৃহস্পতিবার, জানুয়ারী ১১, ২০২৪
'উম্মাহ ট্রাভেলসে'র স্পেশাল প্যাকেজে মক্কা-মদিনায় জুমার নামাজ আদায়সহ ওমরাহর সুযোগ

সময় জার্নাল প্রতিবেদক:

মক্কা-মদিনার ২০০ মিটার দূরত্বের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত হোটেলে থাকার ব্যবস্থা, বাংলাদেশি মোয়াল্লেম সেবা সহ বিভিন্ন সুবিধা নিয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেতে আগ্রহীদের জন্য এ বছরের ১২ থেকে ২৫ ফেব্রুযারি আকর্ষনীয় প্যাকেজ ঘোষণা করেছে  ঐতিহ্যবাহী অভিজ্ঞতা সম্পন্নকারী উম্মাহ ট্রাভেলস ইন্টারন্যাশনাল। 

তারা জানান, অভিজ্ঞ আলেম দ্বারা উমরাহ পরিচালনা করছে উম্মাহ ট্রাভেলস।  সেইসঙ্গে, উমরাহগামী ঈমানদার মুসলমানদের কাছ থেকে তুলনামূলক কমখরচ নিচ্ছেন তারা।  

দীর্ঘ বছরযাবত  অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটির মক্কা-মদিনায় জুম'আর নামাজ আদায়ের স্পেশাল পবিত্র ওমরাহ প্যাকেজ বুকিং চলছে। উম্মাহ ট্রাভেলস ইন্টারন্যাশনালের  ওমরাহ্ প্যাকেজ ২০২৪ এর প্যাকেজ মূল্য ১৪০০০০ টাকা। আগ্রহীরা সরাসরি অথবা মোবাইলে কল দিয়ে ওমরাহ বুকিং কনফার্ম করতে পারবেন। যোগাযোগ: মোহাম্মদ মোস্তফা কামাল, ম্যানেজিং ডিরেক্টর, উম্মাহ ট্রাভেলস ইন্টারন্যাশনাল। মোবাইল: ০১৮৩৯৯৫৯৬৫০। 



এছাড়াও আগ্রহীরা ওমরাহতে কবে যাওয়ার প্লান করেছেন সেটা উম্মাহ ট্রাভেলসকে শেয়ার করতে পারেন। অর্থাৎ কত তারিখ যাবেন এবং কতজন যাবেন সেসব তথ্য বিস্তারিত উম্মাহ ট্রাভেলসকে জানাতে পারেন। 

বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে সর্বোচ্চ সুযোগ সুবিধাসহ সাশ্রয়ী খরচে পবিত্র ওমরাহ্ পালন করতে আগ্রহীদের উম্মাহ ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানান। 

স্পেশাল পবিত্র ওমরাহ প্যাকেজে যেসকল সুবিধাসমূহ থাকছে-

  • সৌদি এয়ার লাইন্স ডাইরেক্ট আপ-ডাউন টিকেট।
  • ওমরাহ্ ভিসা ও হেলথ ইন্সুরেন্স।
  • মক্কা-মদিনায় ২০০ মিটার দূরত্বের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত হোটেলে থাকার ব্যবস্থা।
  • মক্কা-মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
  • বাংলাদেশি মোয়াল্লেম সেবা।

বিস্তারিত যোগাযোগের জন্য-
মোবাইল: 01880006361, 028413289
ই-মেইল: ummahtravelsint@gmail.com
ওয়েবসাইট: https://ummahtravels.com.bd/
ঠিকানা: ক-২২৯ (২য় তলা) প্রগতি  সরণী কুরিল ঢাকা ১২২৯। (যমুনা ফিচার পার্ক সংলগ্ন)

এছাড়াও ২০২৪ সালের হজ নিশ্চিত করতে উম্মাহ ট্রাভেলস ইন্টারন্যাশনাল প্রাক নিবন্ধের সুযোগ দিচ্ছে এখন থেকেই।

এছাড়াও UAE/সৌদি/কাতার/ওমান/কুয়েত সহ যে কোন দেশের QR Code সহ আন্তর্জাতিক ট্রাভেল হেলথ ইন্সুরেন্স এর ব্যবস্থা করে দেয় উম্মাহ ট্রাভেলস।

বাংলাদেশ বিমান, এমিরাত এয়ারলাইন্স, ইতিহাদ এয়ারওয়েজ  দুবাই এবং আবুধাবী সেক্টরে করোনার কারণে বাতিল হওয়া ফ্লাইট এর টিকেট রি-ইস্যু /ডেট চেঞ্জ এবং নতুন টিকিটের জন্য যোগাযোগ করুন উম্মাহ ট্রাভেলস এর সঙ্গে।

আরও যেসব সেবা দিচ্ছে উম্মাহ ট্রাভেলস :
 
  • দুবাই ট্যুরিস্ট ভিসা,
  • ভারতীয় ট্যুরিস্ট ভিসা/ মেডিকেল ভিসা
  • সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস (আমেল আদি/ আমেল মাঞ্জালিয়া)
  • তুর্কি ট্যুরিস্ট ভিসা,
  • থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা,
  • মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা,
  • সিঙ্গাপুর ট্যুরিস্ট ভিসা,
  • চায়না মাল্টিপাল ভিসা 
  • চায়না ডাবল এন্ট্রি ভিসা
  • চায়না সিঙ্গেল এন্ট্রি ভিসা 
  • প্যাকেজ ট্যুর
  • হোটেল বুকিং
  • মেডিকেল এপয়েন্টমেন্ট

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল