সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৪৩জন। মোট শনাক্ত ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১৮৭ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫০২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৯লাখ ১৫ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৯১শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
সময় জার্নাল/এসএ