মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মোঃ মোরশেদুল আলম চৌধুরী (৩৯) নামে এক সরকারী আয়ূর্বেদিক চিকিৎসকসহ এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মে) ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের
করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ মোঃ মোরশেদুল আলম চৌধুরীর মৃত্যু হয়। তিনি দিনাজপুর বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ূর্বেদিক মেডিকেল অফিসার ও দিনাজপুর সদর উপজেলার শংকপুর ইউনিয়নের শালকি গ্রামের বাসিন্দা ছিলেন। অপরদিকে মৃত্যুবরণকারী নারী দিনাজপুর পৌর শহরের চাউলিয়াপট্টি এলাকার বাসিন্দা ছিলেন।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ জানান, গত ৩ মে করোনায় আক্রান্ত হলে ডাঃ মোরশেদুল আলম চৌধুরীকে ওই দিনই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। এছাড়া করোনায় মৃত্যুবরণকারী নারী গত ১৮ তারিখ করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার তাঁর শ্বাসকবাস্কশ দিলে তাকে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ওই নারীর মৃত্যুর পর তার বাড়ীটি লকডাউন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২৭ মৃত্যু হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, শনিবার (২৯ মে) বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। তবে এ পর্যন্ত জেলায় ৫৭৫০ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘটনায় নতুন ৫ জনসহ এ পর্যন্ত ৫৪২৮ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৯৭ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৫ জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন।
সময় জার্নাল/এমআই