সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাইশা নামে সাড়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মে ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দরগাতলাহাট গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা আলমগীর জাহান।
মাইশা জয়পুরহাট সদর উপজেলার দরগাতলাহাট গ্রামের রিপন হোসেনের মেয়ে।
ওসি আলমগীর জাহান জানান, শনিবার বিকেলে শিশু মাইশাকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সময় জার্নাল/এমআই