বুধবার, জানুয়ারী ১৭, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের জন্য ওষুধ পাঠানোর ব্যাপারে একটি সমঝোতা হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এক্স তথা সাবেক টুইটারে কাতার মঙ্গলবার জানায়, গাজায় ওষুধ ও সাহায্য পাঠানোর ব্যাপারে ইসরাইল ও হামাসের মধ্যে একটি সমঝোতা হয়েছে।
ইসরাইল ও কাতার গাজা উপত্যকায় পণবন্দীদের জন্য জীবন রক্ষাকারী ওষুধ পাঠানোর ব্যাপারে একমত হয় বলে ইসরাইলের একটি মিডিয়ায় শনিবার খবর প্রকাশিত হয়েছিল।
ইসরাইল ও হামাসের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাতে বলা হয়েছে যে গাজায় ইসরাইলি বন্দীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার বিনিময়ে গাজা উপত্যকায়, সবচেয়ে আক্রান্ত এবং নাজুক স্থানগুলোর বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তার পাশাপাশি ওষুধ সরবরাহ করা হবে।
চুক্তিতে বলা হয়েছে, বুধবার ওষুধসামগ্রী দোহা ত্যাগ করবে। এসব পণ্য মিসরে পরিবহন করা হবে। তারপর সেগুলো নেয়া হবে গাজায়।
ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশনায় এবং ইসরাইলি বন্দীদের কাছে ওষুধ পাঠানো নিয়ে কাতারের সাথে মোশাদের চুক্তি অনুযায়ী কাতারের দুটি বিমানবাহিনীর বিমান বুধবার ওষুধ সরবরাহ করবে। এসব ওষুধ ইসরাইলের দেয়া তালিকা অনুযায়ী ফ্রান্স থেকে কেনা হবে। ওইসব ওষুধ পণবন্দীদের কাছে যাবে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, মিসরে বিমানগুলো অবতরণ করার পর ওষুধগুলো কাতারি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে যাতে তা গাজা উপত্যকায় নিয়ে যাওয়া সম্ভব হয়।
ইসরাইলের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই উদ্যোগের সাথে যারা জড়িত, তাদের সবার প্রশংসা করেছেন।
বাইডেন প্রশাসনও কাতারের মধ্যস্ততায় ওষুধ সরবরাহের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে।
এদিকে মার্কিন সূত্র জানিয়েছে, বন্দী বিনিময়ের আলোচনা নতুন করে শুরু করার উদ্যোগও বাইডেন প্রশাসন গ্রহণ করেছে।
সময় জার্নাল/এলআর