প্রযুক্তি ডেস্ক:
স্মার্ট ফোন বিক্রিতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে টপকে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাপল। এর মধ্য দিয়ে স্মার্ট ফোনের বাজারে স্যামসাংয়ের দীর্ঘ এক যুগের রাজত্বের অবসান ঘটল।
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অ্যাপলের তৈরি ২৩ কোটি ৬৬ লাখ আইফোন বিক্রি হয়েছে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের ২২ কোটি ৬৬ লাখ স্মার্ট ফোন বিক্রি করেছে স্যামসাং।
২০২৩ সালে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশ কঠিন সময় পার করেছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নতুন স্মার্ট ফোন কেনায় গ্রাহকদের আগ্রহ ছিল তুলনামূলক কম। অনেক গ্রাহক আবার কম দামের হ্যান্ডসেট কেনায় বেশি আগ্রহী ছিলেন।
এমন কঠিন সময়ের মধ্যেই স্যামসাংকে টপকে স্মার্ট ফোনের বাজার দখলে নিল অ্যাপল।
এমআই