সময় জার্নাল রিপোর্ট : নভেল করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে লকডাউনে (কঠোর বিধিনিষেধ) দিয়েছে সরকার। যা এখনও বলবত রয়েছে। এ লকডাউন শেষ হবে রোববার (৩০ মে)। তবে ফের লকডাউন বাড়তে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে পারে সরকার। দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ও ব্ল্যাক ফাঙ্গাস যাতে বিস্তার ঘটাতে না পারে সেজন্য চলমান লডকাউনের সঙ্গে নতুন কিছু শর্তাবলি যুক্ত হতে পারে। এছাড়া নতুন সময়ে সীমান্তবর্তী জেলাগুলো কঠোর লকডাউনের আওতায় আসতে পারে।
ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে দেশের সীমান্তবর্তী জেলায় কঠোর লডকাউনের বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ করোনার হটস্পট হয়ে ওঠায় গত সোমবার থেকে এক সপ্তাহের বিশেষ লকডাউন দেয়া হয়েছে। সীমান্তবর্তী জেলায় সংক্রমণ বাড়তে থাকলে জেলাভিত্তিক বিশেষ লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা করোনার হটস্পট হয়ে ওঠায় সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ফলে সীমান্তবর্তী জেলাগুলোতে মানুষের চলাচল সীমিত করতে কঠোর লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সীমান্তবর্তী জেলাগুলোর মানুষের সঙ্গে আগামী এক সপ্তাহ যেন অন্য জেলার মানুষের যোগাযোগ কম হয়।'
চলতি বছরের করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যু বাড়ায় ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে 'কঠোর লকডাউন' ঘোষণা করে সরকার। ধাপে ধাপে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়।
সময় জার্নাল/আরইউ