সিলেট প্রতিনিধি : সিলেটে ভোর ৪টা ৩৫ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থলও উত্তর-পূর্ব সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় বলে জানান তিনি।
আগের দিন শনিবার সিলেটে দফায় দফায় ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার ভোররাতে ঘুমের মধ্যে আবারও ভূমিকম্পের ফলে মানুষের আতঙ্ক আরও বেড়েছে। এভাবে বার বার ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
শনিবার সকাল ১০টা ৩৭ মিনিট থেকে দুপুর ১টা ৫৮ মিনিটের মধ্যে সিলেটে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস চারটি ভূমিকম্পের কথা নিশ্চিত করলেও নগরবাসী সাতদফা কম্পন অনুভব করেন। রিখটার স্কেলে ২ মাত্রার নিচে ভূমিকম্প গণনায় নেয় না আবহাওয়া অফিস।
সময় জার্নাল/আরইউ