বুধবার, জানুয়ারী ২৪, ২০২৪
মো. জাহিদুল হক, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে আবাসিক হলের কর্মচারীর ওপর হাত তুলার অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে শাহজালাল হলের অফিস কক্ষের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইসহাক আলম ফরহাদ শাখা ছাত্রলীগের সাবেক উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। চবির অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের উপ-পক্ষ সিক্সটি নাইনের অনুসারী।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গ্যাস সংকটে শিক্ষার্থীদের রান্না প্রস্তুত করার জন্য গাছের লাকড়ি কেটেছিলেন এক কর্মচারী। কিন্তু সে লাকড়ি নিয়ে যেতে চান শাখা ছাত্রলীগের ঐ নেতা ইসহাক আলম ফরহাদ।
কিন্তু যেতে না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করে ষাট বছরের ওই বৃদ্ধ কর্মচারীর গালে জোরে চড় মারেন এই ছাত্রলীগ নেতা। এমনটাই অভিযোগ করেছেন শাহজালাল হলের সিনিয়র সুপার ভাইজার আহমদ সৈয়দ (৬০)।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী আহমেদ সৈয়দ বলেন, প্রথমে আমি লাকড়ি নিতে বাধা দেয়ার পরে শিক্ষার্থীরা মানে নি। পরবর্তীতে তাদের সিনিয়র ফরহাদকে নিয়ে আসে। সে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে আমার গায়ে হাত তোলে।
পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে নিরাপদ দূরত্বে নিয়ে যান। এ বিষয়ে আমি এখনো কোনো অভিযোগ করিনি। আমার হল প্রভোস্ট স্যার অসুস্থ। এ বিষয়ে আমি অতি শীঘ্রই অভিযোগ দায়ের করব।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদকে একাধিকবার কল করলেও মুঠোফোন বন্ধ থাকায় তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শাহজালাল হলের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, আমি একটু কাজের চাপে আছি।
আর ভুক্তভোগী এখনোও আমাদের কোন অভিযোগ দেননি। তবুও প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর