আলী আজীম, মোংলা (বাগেরহাট):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই মোংলায় প্রচণ্ড শীতের মাঝেও বইছে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফশিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমেছে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মাঝে নির্বাচনী হাওয়া বইছে হাঠে মাঠে বাজারে।
দেশের দক্ষিনের সুন্দরবনের কোল ঘেষা পশুর নদীর দুপাশ ঘিরে গড়ে ওঠা মোংলা উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এ উপজেলা। মোংলা উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩১ মার্চ।
এ উপজেলায় বিএনপি,জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের প্রার্থী এখনো সক্রিয় না থাকায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মোংলা উপজেলা আ'লীগের সিনিয়র সহ- সভাপতি আবু তাহের হাওলাদার, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল,
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সনেট হালদার, ১নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, পৌর যুবলীগের সহ-সহপাতি মো: জামাল হোসেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ'লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া।
এসব প্রার্থীর কর্মী সমর্থকরাও বসে নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-সহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায় সাধারণ ভোটাররা এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান হিসেবে বুঝে শুনে নির্বাচিত করবেন বলে ভোটার তাদের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরই মাঝে অনেক ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য, নীতিবান, সৎ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ উপজেলার নির্বাচন কবে হবে তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো উপজেলা গুলোতেও শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করবে কমিশন। এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে তিনি জানান।
সময় জার্নাল/এলআর