নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে শীতার্ত ও দুঃস্থ ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেছে ইকো ভলেন্টিয়ার্স সিরাজগঞ্জ। বেশ কিছু দিন ধরে সিরাজগঞ্জের শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে শীতে উষ্ণতা তুলে দেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) সকাল ৯.০০ ঘটিকায় সিরাজগঞ্জের পদ্ম পুকুরে দরিদ্র ও শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য খন্দকার ইব্রাহিম ও সুজিত শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন ইকো ভলেন্টিয়ার্স সিরাজগঞ্জ জেলার সভাপতি অন্তরা ভদ্র, সাধারণ সম্পাদক জুলী রানী, অর্থ সম্পাদক পূজা রানী, সাংগঠনিক সম্পাদক সুজিত শর্মা, ইভেন্ট কো-অডিনেটর খন্দকার ইব্রাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ইকো ভলেন্টিয়ার্স সিরাজগঞ্জ জেলার সাধারণ সদস্য সুজন সরকার, রুহুল আমিন, তন্দ্রা মনি, এমএ মোতালেব।
ইকো ভলেন্টিয়ার্সের সাংগঠনিক সম্পাদক সুজিত শর্মা বলেন, "আমরা গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরেছি এবং প্রকৃত দরিদ্র ও শীতার্ত ব্যক্তিকে খুঁজে বের করেছি এবং তাদের শীত বস্ত্র বিতরণ করছি। ইকো ভলেন্টিয়ার্স চায় আমাদের শহরের দুঃস্থ ব্যক্তিরা যেন শীতে কষ্ট না করে।"
ইকো ভলেন্টিয়ার্সের ইভেন্ট কো-অডিনেটর খন্দকার ইব্রাহিম বলেন, "শীতার্ত ও দুঃস্ত ব্যক্তিদের শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি আমাদের চলমান থাকবে।"
বেশ কিছু দিন ধরে সিরাজগঞ্জের শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে দুঃস্থ ও শীতার্ত মানুষেরা কষ্টে দিন পার করতে হচ্ছে। এমন সময় শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইকো ভলান্টিয়ার্সের এর কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা অনেক খুশি।
সময় জার্নাল/এলআর