সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ২০৫ পিস ইয়াবাসহ হেকিম শাহ আলম রতন (৪৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩০মে) সকালে শহরের ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভূইয়া। আটক শাহ্ আলম রতন ধানমন্ডি এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভূইয়া বলেন, আটক হেকিম শাহ্ আলম রতন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। সকালে তাদের কাছে খবর আসে যে শহরের ধানমন্ডি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সুপার আরো জানান, শাহআলম রতন দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য
ইয়াবা বিভিন্ন উপায়ে অবৈধভাবে শহরের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে আজ সে ধরা পরলো।
সময় জার্নাল/এমআই