স্পোর্টস ডেস্ক:
সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের একাদশে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য ঢাকা পর্বে রংপুরের শেষ ম্যাচ খেলেননি সাকিব।
দুই দলই ঢাকা পর্বে দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে খুলনা। অন্যদিকে দুই ম্যাচের একটিতে হার ও একটিতে জয় নিয়ে টেবিলের তিনে আছে রংপুর।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, সাকিব আল হাসান, ব্রেন্ডন কিং, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাই হোপ (উইকেটকিপার), এভিন লুইস, আফিফ হোসেন, ফাহিম আশরাফ, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
এমআই