মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
ভারতীয় কাস্টমস কর্মকর্তা ও বিএসএফ'কে মিষ্টি উপহার ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা ১১টায় সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হিলি কাস্টমসের সুপারিন্টেনডেন্ট রঞ্জিত কুমার বিশ্বাস এর হাতে মিষ্টি উপহার দিয়ে আর্ন্তজাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানায় বাংলাহিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট তানভীর আহাম্মেদ।
এসময় উভয় দেশের অন্যান্য কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্তে কর্তব্যরত বিএসএফ সদস্যদেরও মিষ্টি উপহার দেয়া হয়।
পরে হিলি কাষ্টমসের উদ্যোগে উপ-কমিশনার বায়জিদ হোসেন-এর সভাপতিত্বে পানামা হিলি পোর্টের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুর কাস্টমস অক্সাইড ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান খান,
এছাড়াও আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ সহ আমদানি রফতানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং পানামা হিলি পোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই