নুসরাত নাঈম সাজিয়া,রাজশাহী কলেজ:
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর বিতর্কে চাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজ।
শনিবার(২৩ আগস্ট) সকাল ১০ টা থেকে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রাঙ্গনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান,প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।
বিতর্কে জাতীয় পর্যায়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বিপক্ষে লড়ে চাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।
উক্ত প্রতিযোগিতায় রাজশাহী কলেজের হয়ে অংশগ্রহণ করেন সুমাইয়া আনোয়ার পূর্ণা,শাহরিয়ার কবির শেখর এবং নূর শামীম।
প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা হিসেবে গৌরব অর্জন করেন রাজশাহী কলেজের প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা।
এ অর্জনে অনুভুতি ব্যক্ত করে পূর্ণা বলেন,"নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। জাতীয় পর্যায়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারি যেন আমরা। সকলের দোয়া চাই।
চ্যাম্পিয়ন দলের শাহরিয়ার কবির শেখর বলেন,'
কলেজের জন্য সম্মানের কিছু করতে পারলে নিজের ভালোলাগে। আর বিজয় সবসময় আনন্দ দেয়, আমি ধন্যবাদ জানাই আমার টিমমেটদের।ভবিষ্যতেও যেন কলেজকে এমন ভালো কিছু উপহার দিতে পারি সেটিই আমাদের চাওয়া।
এছাড়া চ্যাম্পিয়ন নূর শামীম তার অনুভূতি সম্পর্কে জানান,'নিজের কলেজকে প্রতিনিধিত্ব করার অনুভূতি অসাধারণ। জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করতে পেরে নিজের কলেজকে দেশসেরা হিসেবে পরিচিত করতে পেরেছি এটা ভেবেই গর্বিত।'
উক্ত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ কলেজের প্রতিযোগীদের মাঝে পুরস্কার হিসেবে পদক ও স্বারকলিপি তুলে দেয়া হয়।
এমআই