মাহবুবুল হাক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিএনপির এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ জানুয়ারী-২০২৪) বিকেল ৩টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এক কালো পতাকা মিছিল বের হয়ে শহরের লিলিরমোড় হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
কালো পতাকা মিছিল শেষে দলিয়া কার্যালয় সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক জাহাঙ্গীর আলম আলহাজ্ব মাহবুব আহমেদ প্রমূখ। সময় বক্তারা অবিলম্বে একতরফা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
কালো পতাকা মিছিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ সোলামান মোল্লা, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হিরাসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিক দল, তাঁতীদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর