কারিমা জান্নাত:
আধুনিক জীবনের বিভিন্ন জটিলতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জ গভীরভাবে উন্মোচিত হয়ে উঠবে আমাদের সামনে। কীভাবে হাসি আপনাকে ভালো রাখে, আমাদের শরীর-মনে মিডিয়ার ব্যাপক প্রভাব, সামাজিক বিভিন্ন সম্পর্কের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য, এমনসব আকর্ষণীয় বিষয়গুলোর সঙ্গে আমাদের মন ও মস্তিষ্কের সম্পর্ককে তুলে ধরা হয়েছে ।
এছাড়াও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা মন এবং মস্তিষ্ককে কী করে প্রভাবিত করে, কীভাবে সমস্যাগুলি থেকে বের হয়ে জীবনধারার পরিবর্তন এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কার্যকর সমাধানের পথ দেখাবে প্রতিটি বিষয়। নিজেকে এবং সমাজে নিজের অবস্থান সম্পর্কে আরও ভালো বোঝার দিকে পরিচালিত করে মন।
প্রতিটি চিন্তা-উদ্দীপক নিবন্ধের সমাপ্তিতে একটি সমৃদ্ধ রেফারেন্স তালিকা, বই, জার্নাল এবং বৈজ্ঞানিক নিবন্ধগুলোর মাধ্যমে পাঠকের কৌতূহলকে আরও মেটাতে আমন্ত্রণ জানায় বইটি। মন ও মস্তিষ্ক শুধু মাত্র একটি বই নয়, এটি একটি পথপ্রদর্শকও বটে ।
বইমেলা ২০২৪ -এ চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. অপূর্ব চৌধুরীর
মন ও মস্তিষ্ক
অনুভবের জগতে ভালো থাকার উপায়
মলাট মূল্য ৪৭০/-
প্রকাশনী : ভাষাচিত্র
প্যাভিলিয়ন ৩৩
সময় জার্নাল/এলআর