এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ জমি জমা সংক্রান্ত বিরোধে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে (২৮ জানুয়ারি রবিবার) সকাল ৯টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে। আহতদেরকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার সূত্রে জানাগেছে, জিউধরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম শিকদারের ছেলে ইলিয়াস শিকদার (৩৫) নিজ জমিতে মাটি কাটতে গেলে প্রতিবেশী একই গ্রামের নাসির শিকদারের নেতৃত্বে ৮/১০ জন সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি পিটিয়ে ইলিয়াসকে গুরুত্বর জখম করে অবরুদ্ধ করে রাখে।
এ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করতে হেলে বোনের জামাতা আলতাফ জজ (৫০), নাজমুল শেখ (২৬)কে হামলাকারির ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ ঘটনার পরপরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস শিকদার বলেন, ৫ কাটা ফসলী জমি নিয়ে এক বছর ধরে প্রতিপক্ষ নাসির শিকদারের সাথে বিরোধ চলে আসছে। আজ সকালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে প্রতিপক্ষরা আমাদের ওপর অর্তকীত হামলা চালায়। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ হামালার সুষ্ঠু ন্যায় বিচার দাবি করছি।
নাসির শিকাদার বলেন, জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমরাও ৩ জন হাসপাতালে ভর্তি আছি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারপিটের বিষয়টি শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময় জার্নাল/এলআর