চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন রেকর্ড ভাঙছে। রোববার আরও ৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন পজেটিভ হয়েছেন। শনাক্তের হার ৭১.৪৩ শতাংশ। নমুনাগুলো ২৭শে মে সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে শনাক্তদের মধ্যে কোন উপজেলায় কতজন তা যাছাইয়ে কাজ চলছে বলে জানান তিনি।
এদিকে রোববার নতুন করে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে করোনায় আক্রান্ত ৭ জন মারা যান।
এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে।
সময় জার্নাল/এসএ