মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে হাড় কাপঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুরে তীব্র শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীগুলোও কাহিল হয়ে পড়েছে। কয়েকদিন পর রবিবার সকাল থেকে সূর্য উঠেছে। তবে সূর্যে সকালের দিকে সূর্যের তাপ কিছুটা কমে হলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বেড়েছে।
সকালে সূর্য উঠায় লোকজন কাপড় শুকানোর জন্য বাড়ীর ছাদে ঝুলিয়ে দিয়েছে। এতে গতি কয়েক দিনের ভেজা কাপড় শুকিয়ে ঘরে তিলেছেন। তবে বিকেল ৪টার পরে আবারো সূর্যের তাপ কমে যায়।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আসাদুজ্জামান জানান, রবিবার (২৮ জানুয়ারি-২০২৪) সকাল ৯,টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে ঘন কুয়াশায় রাস্তা-ঘাট ঢাকা ছিল। ঘন কুয়াশার কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে।
প্রচন্ড শীত থেকে বাঁচতে অসহায় ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। হাড় কাঁপানো কনকনে প্রচন্ড শীতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। কাজ না পেয়ে খেটে খাওয়া মানুষগুলো চরম কষ্টে দিনাতিপাত করছেন।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী আরো ২/১ দিন দিনাজপুরে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সময় জার্নাল/এলআর