ইউনুস রিয়াজ,গবি প্রতিনিধিঃ
মাইকেল মধুসূদন দত্তের মধ্যে পাশ্চাত্য সাহিত্যের ছোঁয়া ছিলো। ইয়াং বেঙ্গল সমাজের ও প্রভাব লক্ষ্যণীয়। তিনি ধর্মকে নয় মানুষকে তাঁর লেখায় প্রাধান্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক মোহাম্মদ আবু রায়হান।
রবিবার (২৮ জানুয়ারি ) মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষী জন্ম দিন উপলক্ষে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, 'মাইকেল বাংলা সাহিত্যের প্রথম দিক পাল। তিনি প্রচীন যুগের সাহিত্য কে যিনি ছাপিয়ে গিয়েছেন পরিবর্তন করেছেন যুগেরধারাকে।ধর্মকেন্দ্রিক সাহিত্য কে বাদ দিয়ে মানবতাবাদী লেখা লিখেন।'
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে মো. এনামুল হক বলেন,'আপনাদের উচ্চারণের শ্রুতিমাধুর্যের দিকে লক্ষ্য রাখতে হবে, যা বলছেন শ্রোতা যাতে সব বুঝতে পারেন। বাংলা বিভাগের এমন আয়োজন জারি রাখা প্রয়োজন এতে করে শিক্ষার্থীদের সাহিত্য সচেতনতা বৃদ্ধি পাবে।'
বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সৈয়দা ফারজানা বলেন, 'মাইকেল তরুণদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রর্বতক। তিনি বাংলা ভাষা কে সর্বাগ্রে স্থান দিয়েছেন। আজকের এ আয়োজনে তাঁর রচিত একটি কাব্যের একাংশ আলোচনা করতে পারাতে আমার জড়তা অনেকটাই কেটেছে। '
আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক কয়েস আহমেদ ও তানিয়া আক্তার। এ মুক্ত আলোচনা সভায় বিভাগের ১৫ জন বক্তা তাদের মতামত রাখেন।এ সময় তারা মাইকেলের সামগ্রিক জীবন তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমআই