নোমান ইমতিয়াজ, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর অংশ হিসেবে শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (০৫ মার্চ) ভোর ৫টায় এই ম্যারাথন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শুরু হবে। ম্যারাথনটি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সরণি-শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর- আলিফ-লাম-মীম ভাটার মোড়ে বিমান চত্বর- নতুন বাইপাস-বিহাস মোড় ঘুরে একই পথে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। ৪২.২ কিলোমিটার পথ পরিক্রমা শেষে শেখ কামাল স্টেডিয়ামে এসে এই ম্যারাথন শেষ হবে।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা হচ্ছেন নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুজ্জামান, শামীম আহমেদ, রতিশ টপ্য, সামিউল হাসান, আলীম আল রাজী, হাসান শুভ, মনিরুল ইসলাম ও খৈয়ম আলী আরজু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়