মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ১৩ উপজেলার সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী-২০২৪) সকালে দিনাজপুর শহরস্থ ডায়াবেটিক হাসপাতাল মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত ও ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমানের বাসভবনে সম্পর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৩টি উপজেলার সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ডেপুটি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক অনোয়ারুল কাদির জুয়েল, বোচাগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার মো. জাফরুল্লাহ চৌধুরী, বিরল উপজেলার সাবেক কমান্ডার আবুল কাশেম অরু, চিরিরবন্দর উপজেলার সাবেক কমান্ডার মো. মোমিনুল হক শাহ্, হাকিমপুর উপজেলা সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী, ফুলবাড়ি উপজেলার সাবেক কমান্ডার লিয়াকত আলী, অর্থ কমান্ডার ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার এসএম মহিউদ্দীন, বোচাগঞ্জ উপজেলার ডেপুটি কমান্ডার সামশুল আলম, বীরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার কালিপদ রায়, কাহারোল উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, বিরামপুর উপজেলার হাবিবুর রহমান ও ঘোড়াঘাট উপজেলা সাবেক কমান্ডার বাবু জগদীশ চন্দ্র, ফুলবাড়ীর বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কুদ্দুস, মো. আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এস.এম মাহবুব রহমান, আজবীর রহমান, আবু সাঈদ প্রমূখ।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৭ সাল হতে দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় মুক্তিযোদ্ধারা বিভিন্ন কাজে অবহেলা ও নানানভাবে হয়রানীর শিকার হচ্ছেন। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন না হওয়ায় আমাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। সময়মত প্রত্যয়নপত্র না ও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরীসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন প্রদানের দাবী জানিয়ে বলেন,আমরা কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না, আমাদের নেতা নির্বাচিত করতে পারলেই আমাদের সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।
এমআই