স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত। আগে ব্যাট করতে নেমে খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ঢাকা থেমে যায় ৯ উইকেটে হারিয়ে ১৩০ রানে। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় খুলনা টাইগার্স। ১০ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে খুলনা।
টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটা আক্ষরিক অর্থেই হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার নাঈম শেখ ও সায়েম আইয়ুব মিলে ৯ ওভারে ৭৫ রান তোলেন। সেখান থেকে দলীয় ৭৫ রানে নাঈম ও ৭৭ রানে আইয়ুব সাজঘরে ফিরলে রানের চাকা থেমে যায় ঢাকার। ২১ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাঈম। নাঈমকে ফিরিয়ে খুলনাকে প্রথম সাফল্য এনে দেন আফিফ হোসেন। তাকে এভিন লুইসের ক্যাচ বানিয়ে আউট করেন।
দাসুন শানাকার বলে বিজয়ের স্ট্যাম্পিং হওয়া আইয়ুব করেন ৩৭ বলে ৩৫ রান। এরপর ঢাকার হয়ে ব্যাট হাতে হাল ধরতে পারেননি কেউই। গুলবাদিন নাইব, মেহেরাব ও ইরফান শুক্কুর তিনজনই আউট হন তিন রান করে। বিপদে ঠেলে দেন দলকে। মাঝে অ্যালেক্স রসের ১৪ বলে ২১ রানের ক্যামিওতে শতরান পার করতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ঢাকা পায় ১৩০ রানের সংগ্রহ। খুলনার হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন নাওয়াজ।
খুলনার হয়ে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ২৭ বলে ৫০ রান যোগ করেন এনামুল হক বিজয় ও এভিন লুইস। অস্বস্তি বোধ করায় এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যান ১৩ বলে ২৬ রান করা লুইস।
সঙ্গী বদলে গেলেও আক্রমণাত্মক মনোভাবে খেলে যান বিজয়। ৩৭ বলে চলতি আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক পূরণ করেন খুলন্র অধিনায়ক। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৭ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।
এমআই