খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
বিভিন্ন অনিয়মের অভিযোগে কক্সবাজারের রামুতে ৩টি ফিলিং স্টেশনকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি ) বিকেলে ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায় রামু উপজেলার কলঘর এন আলম ২০ হাজার টাকা , বাইপাস নাহার ৫০ হাজার টাকা ও রশিদ নগর এরশাদ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, এই ফিলিং স্টেশনগুলো সঠিক পরিমাণে জ্বালানি তেল দেয় না। এসব ষ্টেশনে মিটারে কারসাজির মাধ্যমে অবৈধভাবে তেল কম দেয়া হচ্ছে।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে বিএসটিআই’র কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর