সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে 'রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী অনলাইন ফোরাম'। গতকাল উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন এলাকা, দারল আরকাম মহিলা মাদ্রাসা, আলগী বাজার, বেগমাবাদ , মাঝেরচর এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষের নিকট সংঘটনটির কর্মীরা কম্বল পৌছে দেন।
কম্বল বিতরণ কালে সংঘটনের এডমিন ফায়েজ উদ্দিন, বন্ধন সামাজিক সেবামূলক সংগঠন এর উপদেষ্টা মনির আলী, স্বপ্ন ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ডা: খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী আবু বক্কর খন্দকার, রাজিব আহমেদ, মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, উজ্জ্বল মিয়া,তুষার,ডা: ফয়সাল, ওমর ফারিজ ও সাফুয়ান ছিলেন।
রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী অনলাইন ফোরাম এর এডমিন ফায়েজ উদ্দিন বলেন, সমাজের হতদরিদ্র,মাদ্রাসা শিক্ষার্থী, স্টেশন এলাকার ছিন্নমূলদের মাঝে সংগঠনের পক্ষ হতে সামান্য সাহায্য পৌছে দিতে পেরে আমরা আনন্দিত।
সময় জার্নাল/এলআর