মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানির সম্ভাবনা দেখা দিয়েছে।
আলু আমদানিতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে আইপি বা ইম্পোর্ট পারমিট দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানাগেছে।
হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়িতে আলু আমদানির আইপি বা ইম্পোর্ট পারমিটের জন্য আবেদন করেছেন।
আইপি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোববার হিলি বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় আলু আমদানি শুরু হতে পারে বলে আশা করছেন আমদানিকারকরা।
দেশের খোলা বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। ভারত থেকে আমদানি শুরু হলে দেশের বাজারেও দাম কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা।
সবশেষ গত ১৪ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি হয়েছিল ভারত থেকে।
এমআই