যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষক মিলনায়তন(টিএসসি) ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসিম বাহার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আহাদ ভূঁইয়া মুন্না ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ মাহমুদুর রহমান সিয়াম।
প্রধান অতিথির বক্তব্যে সমিতির উপদেষ্টা মো: মাহমুদুর রহমান সিয়াম বলেন, আমি অত্যন্ত আনন্দিত গাজীপুর জেলার শিক্ষার্থীরা এই অনুষ্ঠান আয়োজন করেছে। সবার অবশ্যই নিজের আঞ্চলিক জেলার শিক্ষার্থীদের সকলের মধ্যে যোগাযোগের মেলবন্ধন থাকা উচিৎ বলে আমি মনে করি। আমি আশা রাখি গাজীপুর জেলার শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করে নিজ জেলার নাম উজ্জ্বল করবে।
এমআই