খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজার–টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
এ সময় মাদক বহনের বাস গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও বাসের মূল্য ৮৪ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশিকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহি বাস থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি। এসময় বাসের চালকের পিছনের সীটের পাশে বিশেষভাবে লুকায়িত ২৮ হাজার পিস ইয়াবাসহ চালক রাসেল খান (৩৮) কে আটক করা হয়।
সে চট্টগ্রাম আগ্ররাবাদ ড্রবলমুড়ি এলাকার মৃত মোখলেছ খানের ছেলে। ধৃত আসামিকে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়। এদিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে রামু থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
সময় জার্নাল/এলআর