ফেনী প্রতিনিধি : ফেনী শহরের হাজারী রোডের নিজ বাসা থেকে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজমের অর্ধগলিত মরদেহ সোমবার (৩১ মে) বিকেলে উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুরে (চৌধুরী পাড়া) আশিক মঞ্জিলে বসবাস করতেন। হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়।
সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুমিল্লা থেকে সিআইডি টিম আসছে । তারা ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এসএ