যবিপ্রবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নারী ক্রিকেট দল কে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দল। এর আগের ম্যাচে পবিপ্রবি'কে ৫৫ রানে হারানোর পর রাবি'র বিপক্ষে ৯ রানের জয় পেল যবিপ্রবির মেয়েরা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টায় খেলা শুরু হয়। শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দল।
দশ ওভারের খেলায় দুই উইকেট হারিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ৫৮ রান করে। এর বিপরীতে ৫৯ রানের টার্গেটে ব্যাটিং এ মাঠে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাবি নারী ক্রিকেট দল। দশ ওভারে ৪৯ রানে রাবি'র নারী ক্রিকেট দলের ৮ উইকেট নিয়ে সহজ জয় তুলে নেয় যবিপ্রবি'র মেয়েরা।
উক্ত খেলায় সর্বোচ্চ ১৯ রান সংগ্রহ করে ইনজুরি হয়ে মাঠ ছাড়েন যবিপ্রবির অরুন্ধতী রায়, ১০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন কোহিনূর। ৩ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর খাতায় নাম লেখান যবিপ্রবি নারী ক্রিকেট দলের সদস্য শিউলি।
এমআই