জেলা প্রতিনিধি:
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে বাংলাদেশে চলে আসা বোমা, মর্টার শেল নিষ্ক্রিয় করার পর মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের নয়াপড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিজিবির সূত্র জানিয়েছে, নয়াপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০-২৫ জনের একটি দল মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা নিষ্ক্রিয় করে।
সে সময় বিকট শব্দ হয়। এই শব্দের কয়েক মিনিট পর মিয়ানমার থেকে গুলিবর্ষণ শুরু হয়।
তবে বিজিবি বলছে, মিয়ানমারের ভেতরে দুই পক্ষের সংঘর্ষের সময় এপারে গুলি এসে পড়েছে।
স্থানীয়দের কয়েকজন জানান, সাড়ে ১১টার দিকে নয়াপাড়া সীমান্ত এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অবিস্ফোরিত বোমা বা মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট পর মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকা থেকে কয়েকশ রাউন্ড গুলিবর্ষণ করা হয় এপারের লোকজনকে লক্ষ্য করে। এ সময় অনেকেই ছুটাছুটি করে ও নিরাপদ স্থানে চলে যায়। এ পরিস্থিতির পর সীমান্তে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনাস্থলে থাকা বিজিবি কক্সবাজার রিজিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজ সংবাদকর্মীদের জানান, মিয়ানমারের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জেরে এ পারে গুলি এসে পড়েছে।
এ সময় সেখানে বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত শান্ত ছিল। এর মধ্যে ওপার থেকে কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পায়নি সীমান্তের এপারের মানুষ।
এমআই