মো: মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ভিত্তিক সংগঠন পেডনের উদ্যোগে ড. মো. মিজানুর রহমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ তারিখ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের ব্যাডমিন্টন কোর্টে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে "টিম ইমু" এবং ছেলেদের বিভাগে "টিম ভেনচার" বিজয়ী হয়েছে।
খেলায় মোট ২০ টি টিম অংশগ্রহণ করে। প্রতিটি টিমই নিজেদের টিমের জন্য একটি করে আকর্ষণীয় নাম নির্ধারণ করে।একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ২০ ও ২২ ব্যাচের মেয়েদের দুটি টিম “টিম ফ্লায়িং ফেদারস্” এবং “টিম ইমু” ফাইনালে উঠে, এবং একটা টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্যে দিয়ে ২২ ব্যাচের মেয়েদের টিম “টিম ইমু” বিজয়ী হয়।
অন্যদিকে ছেলেদের ২১ ও ২৩ ব্যাচের দুটি টিম “টিম অবসিডিয়ান” এবং “টিম ভেনচার” ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। এক্সাইটিং একটা ম্যাচের মধ্যে দিয়ে ২৩ ব্যাচের টিম “ টিম ভেনচার” জয়ী হয়।খুবই আনন্দঘন পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। সিনিয়র – জুনিয়র সকল ব্যাচের অংশগ্রহণ খেলার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চায় আরো বেশি মনোযোগী হতে বলেন এবং ড. মো. মিজানুর রহমানের স্মৃতিচারণে এই টুর্নামেন্ট আয়োজন করায় পেডনকে ধন্যবাদ জানান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মো. সাদিকুল আমিন, প্রভাষক এস. এম. শাহরিয়ার জামান এবং প্রভাষক শারমিন সুলতানা।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. মিজানুর রহমানের হাত ধরে ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ডিসিপ্লিন হিসেবে সয়েল সাইন্স ডিসিপ্লিনের যাত্রা শুরু হয়। যা ২০১৭ সালে নাম পরিবর্তন করে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন নামকরণ করা হয়।
সময় জার্নাল/এলআর