জেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাহানারা বেগম (৫৫), পিযুজ মন্ডল (২৮), মো. শফিউল্লাহ (২৪), ইসমাইল হোসেন (৩৮) এবং মনির হোসেন (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাম্মেল হক বলেন, সকাল পৌনে ১০টার দিকে কচুয়াগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত তিনজন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার আরও একজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এলআর