বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে সরকার-সমর্থিত সাদা প্যানেল থেকে সম্পাদক পদের জন্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
আগামী ৬ ও ৭ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা প্রায় ৮ হাজার।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের চূড়ান্ত প্রার্থীরা হলেন-সভাপতি পদে অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ট্রেজারার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
সাতটি সদস্য পদে রয়েছেন- ব্যারিস্টার সৌমিত্র সরদার রনী, অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন, অ্যাডভোকেট মাহমুদা আফরোজ, অ্যাডভোকেট বেলাল হোসেন শাহীন, অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন ও অ্যাডভোকেট রায়হান রনি।
এমআই