শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৪
ফরিদপুরে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি অধ্যক্ষের অপসারণের দাবীতে বিক্ষোভ

এহসান রানা,  ফরিদপুর প্রতিনিধি:

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের  অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে  ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

প্রতিষ্ঠানের  ৭ম পর্বের শিক্ষার্থী  জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল বের হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান, ৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ  উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বদলির আদেশ কার্যকর করাসহ তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল